ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

গাংনী মহিলা ডিগ্রী কলেজে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে

মেহেরপুর প্রতিনিধি : গাংনী মহিলা ডিগ্রী কলেজে শিক্ষ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বিজ্ঞান শাখায় ৬ জন শিক্ষক থাকলেও এবারের এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৪ জন। গাংনী উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত নারী শিক্ষার প্রথম বিদ্যাপীঠ গাংনী মহিলা ডিগ্রী কলেজ। ১৯৯৬ সালে কলেজটি প্রতিষ্ঠা লাভ করলেও কলেজ পরিচালনা পরিষদের অবহেলা ও দক্ষ শিক্ষকের অভাবে সর্বোপরি শিক্ষকদের সমন্বয়হীনতার কারণে কাংখিত এবং আশানুরুপ ফলাফল করতে ব্যর্থ হয়েছে।ফলে শিক্ষার্থী ভর্তি ও অভিভাবকদের আগ্রহ গড়ে তুলতে পারেনি।দীর্ঘদিন যাবৎ কলেজ পরিচালিত হলেও বিজ্ঞান ও কমার্স বিভাগে উল্লেখযোগ্য ছাত্রী ভর্তি করতে পারেনি।কয়েক বছর ধরে কাগজে কলমে বিজ্ঞান শাখা চালু করলেও সন্তোষজনক ফলাফল না হওয়ায় ছাত্রীরা অন্য কলেজে ভর্তি হচ্ছে। ইতোমধ্যেই বিজ্ঞান শাখায় ৬ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেয়া হয়েছে। জানা গেছে, চলতি বছরে এইচএসসি পরীক্ষায় উক্ত কলেজ থেকে মাত্র ৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শিক্ষকরা নিয়মিত ক্লাস না করলেও কলেজে রাজনীতি নিয়ে প্রভাব বিস্তারের লড়াই লেগেই থাকে।

পরীক্ষা কেন্দ্র গাংনী সরকারী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সাথে আলাপ কালে জানা গেছে, এবছর গাংনী মহিলা কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে নিয়মিত মাত্র ৪ জন । এরা হলো রুবানা ইযাছমিন যার রোল নং-৪১৩১৯০, শামিমা আকতার যার রোল নং-৪১৩১৯১,সাথী খাতুন যার রোল নং-৪১৩১৯২,কাজল রেখা যার রোল নং-৪১৩১৯৩ । এছাড়া ক্যাজুয়াল পরীক্ষার্থী রয়েছে ৪ জন। এরা হলো জেসমিন আকতার যার রোল নং-৪১৩১৯৪, ফাতিমা খাতুন যার রোল নং-৪১৩১৯৫, রাফিয়া পারভীন যার রোল নং-৪১৩১৯৬ ও ফাতেমাতুজ্জোহরা যার রোল নং-৪১৩১৯৭।

গাংনী সরকারী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম আরও জানায়,শিক্ষাবোর্ড থেকে বিজ্ঞান শাখা অনুমোদন নিতে কমপক্ষে ২৫ জন শিক্ষার্থী, ল্যাবরেটরী, অবকাঠামো, শিক্ষকসহ কয়েকটি শর্ত পূরণ করতে হয়। এগুলো কিভাবে হয়েছে সেটা অজানা। গত বছর উক্ত কলেজ থেকে ৪ জন পরীক্ষার্থীর কেউ পাশ করেনি।

এব্যাপারে মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী জানান, ছাত্রীর সংখ্যা ১২-১৩ জন হবে। অন্যান্য কলেজে ছাত্রীরা পরীক্ষায় সুযোগ সুবিধা পাওয়ায় সেখানে বেশী ভর্তি হয়।তবে সাংবাদিকরা একটি ভাল বিষয় উত্থাপন করেছে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |