গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান


মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়োজনের আহবায়ক আশরাফুজ্জামান লালু নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। আজ বৃহস্পতিবার দিনব্যাপী ২য় দিনের অনুষ্ঠানে নবীন বরণ অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষক সাঈদ হাসান সুমনের এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন । আয়োজনের মধ্যে ছিল নবীন ছাত্রীদের ফুল ছিটিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান। পরে বিদ্যালয় প্র্াঙ্গনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সহকারী শিক্ষক সাইদ হাসান সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষখ আতিয়ার রহমান, জহুরুল ইসলাম প্রমুখ। পরিশেষে পিঠা উৎসবের বিজয়ীদের মধ্যে পুরস্কার ও বিদায়ী শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান করা হয়