ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

গাইবান্ধায় জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার ১২

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃসুন্দরগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান  বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতাররা হলেন- বেলকা ইউনিয়নের বেলকা নবাবগঞ্জ গ্রামের ইলিয়াছ আলীর ছেলে জহুরুল ইসলাম (৩০), ইদ্রিস আলীর ছেলে আনারুল ইসলাম (৪০), বাদশা মিয়ার ছেলে ফরিদ মিয়া, আবুল হোসেনের ছেলে মতিউর রহমান (৩০), মৃত সোহরাব আলীর ছেলে মমিনুল ইসলাম (৪০), আতোয়ার আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (২৭) ও খলিল উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২৩)। পশ্চিম বেলকা গ্রামের মৃত আছমত আলীর ছেলে নুর মোহাম্মদ মিন্টু (৩৮), নুরুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (৪০), মৃত জাবেদ আলীর ছেলে মুসলিম মিয়া (৩২), মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মিজানুর রহমান (৪০) ও দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের মৃত হাবিবুল্লাহ’র ছেলে আজিজল হক (৫০)।পুলিশ জানায়, রোববার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলকা ইউনিয়নের বেলকা নবাবগঞ্জ গ্রামের জহুরুল ইসলামের মুদির দোকানের উত্তর পার্শ্বের বাঁশঝাড়ে ও পশ্চিম বেলকা গ্রামস্থ চাঁন্দের মোড়স্থ শাহিন মিয়ার চায়ের দোকানের ভেতরে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতে নাতে ১২ জুয়াড়িকে আটক করে সুন্দরগঞ্জ থানা পুলিশ। একইসঙ্গে জুয়া খেলার সরঞ্জাম, খেলায় ব্যবহৃত প্লাস্টিকের বস্তা ও জুয়ার বোর্ডে থাকা বিভিন্ন নোটের নগদ চার হাজার ১৬০ টাকা জব্দ করা হয়।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান  বলেন, আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |