গাইবান্ধায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ১১ জুয়ারি গ্রেফতার


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধা জেলার পুলিশ সুপার আব্দুল মিয়ার নির্দেশে জেলা ডিবি পুলিশের একটি টিম পৃথক স্থানে অভিযান চালিয়ে ১১ জুয়ারীকে গ্রেফতার করেছে।জেলা ডিবি পুলিশ সুত্রে জানাযায়,রোববার গভীর রাতে গাইবান্ধা ডিবি পুলিশের ১ম টিম সাদুল্যাপর থানাধীন রাখালবুরুজ এলাকা হতে অভিযান চালিয়ে ০৩ জন জুয়ারু (১) সুমন আকন্দ(২৭) পিতা তৈয়ব আলী (২) আলাল ফকির (২২) পিতা রুহুল আমিন ও(৩)ক্ষুদে জুয়ারু দুখু মিয়া(১৪) পিতা রইচ সর্ব সাং বড় জামালপুর থানা সাদুল্যাপুর জেলা গাইবান্ধাদের কে জুয়া খেলারত অবস্থায় আটক করে মোবাইল কোর্টে উপস্থাপন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রকিবুল হাসান প্রত্যেকের ৩০০/- টাকা করে অর্থদন্ড প্রদান করেন ও ক্ষুদে জুয়ারু দুখু কে মুছলেকায় বাবার নিকট হস্তান্তর করেন।পরে গাইবান্ধা ডিবি পুলিশের২য় টিম গোবিন্দগঞ্জ থানাধীন ফাঁসিতলা এলাকা হতে অভিযান চালিয়ে ০৮ জন জুয়ারু (১) জয়নুল আবেদীন (৪৬) পিতাঃ হাফিজার রহমান সাং বুজরুখ বোয়ালীয়া(২) হেলাল (২৮) পিতা বেনায়েত আলী সাং বাজিতপুর(৩) রুবেল(৩৩) পিতা মৃত হামেদ আলী ৪। আয়দুল (৩২) পিতা মৃত বেলাল মন্ডল উভয় সাং মাস্তা ৫। শফিকুল(৩০) পিতা আজিজার সাং দিঘলকান্দি ৬।ময়না কাজী(৩৪) পিতা রুজু সাং মাস্তা ৭। শ্রী মিঠু(৩৪) পিতা মৃত মনিন্দ্র নাথ সাং বারনা ও ৮।রফিকুল(৩৮) পিতা শাহাজাহান আলী সাং বাজিতপুর সকলের থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধাদেরকে জুয়া খেলারত অবস্থায় আটক করে মোবাইল কোর্টে উপস্হাপন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রকিবুল হাসান প্রত্যেকের ৩০০/- টাকা করে অর্থদন্ড প্রদান করেন।