ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

গাইবান্ধায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ১১ জুয়ারি গ্রেফতার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধা জেলার পুলিশ সুপার আব্দুল মিয়ার নির্দেশে জেলা ডিবি পুলিশের একটি টিম পৃথক স্থানে অভিযান চালিয়ে ১১ জুয়ারীকে গ্রেফতার করেছে।জেলা ডিবি পুলিশ সুত্রে জানাযায়,রোববার গভীর রাতে গাইবান্ধা ডিবি পুলিশের ১ম টিম সাদুল্যাপর থানাধীন রাখালবুরুজ এলাকা হতে অভিযান চালিয়ে ০৩ জন জুয়ারু (১) সুমন আকন্দ(২৭) পিতা তৈয়ব আলী (২) আলাল ফকির (২২) পিতা রুহুল আমিন ও(৩)ক্ষুদে জুয়ারু দুখু মিয়া(১৪) পিতা রইচ সর্ব সাং বড় জামালপুর থানা সাদুল্যাপুর জেলা গাইবান্ধাদের কে জুয়া খেলারত অবস্থায় আটক করে মোবাইল কোর্টে উপস্থাপন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রকিবুল হাসান প্রত্যেকের ৩০০/- টাকা করে অর্থদন্ড প্রদান করেন ও ক্ষুদে জুয়ারু দুখু কে মুছলেকায় বাবার নিকট হস্তান্তর করেন।পরে গাইবান্ধা ডিবি পুলিশের২য় টিম গোবিন্দগঞ্জ থানাধীন ফাঁসিতলা এলাকা হতে অভিযান চালিয়ে ০৮ জন জুয়ারু (১) জয়নুল আবেদীন (৪৬) পিতাঃ হাফিজার রহমান সাং বুজরুখ বোয়ালীয়া(২) হেলাল (২৮) পিতা বেনায়েত আলী সাং বাজিতপুর(৩) রুবেল(৩৩) পিতা মৃত হামেদ আলী ৪। আয়দুল (৩২) পিতা মৃত বেলাল মন্ডল উভয় সাং মাস্তা ৫। শফিকুল(৩০) পিতা আজিজার সাং দিঘলকান্দি ৬।ময়না কাজী(৩৪) পিতা রুজু সাং মাস্তা ৭। শ্রী মিঠু(৩৪) পিতা মৃত মনিন্দ্র নাথ সাং বারনা ও ৮।রফিকুল(৩৮) পিতা শাহাজাহান আলী সাং বাজিতপুর সকলের থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধাদেরকে জুয়া খেলারত অবস্থায় আটক করে মোবাইল কোর্টে উপস্হাপন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রকিবুল হাসান প্রত্যেকের ৩০০/- টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |