গাইবান্ধায় পুলিশ সুপারের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : বাংলাদেশ পুলিশের সেবা সপ্তাহ উপলক্ষে এক যোগে গাইবান্ধার সাত থানায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পুলিশ প্রশাসন।
শুক্রবার বেলা ১১টার দিকে গাইবান্ধা সদর থানায় এ অভিযানের উদ্বোধন করেন পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার সহ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার এবং পুলিশ সদস্যরা এক যোগে ঝাড়– হাতে সদর থানা ক্যাম্পাসে ময়লা আবর্জনা পরিষ্কার করেন। পর্যায়ক্রমে পৌর মেয়র ও পৌর বাসীকে সাথে নিয়ে গাইবান্ধা শহরের বিভিন্ন সড়কে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানান পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া ।