ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

গাইবান্ধায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেহাল অবস্থা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মেরামত কাজ না করা কারণে বেহাল অবস্থা হওয়ায় ঝুকিপূর্ণ হয়ে পড়েছে ৭৮ কিলোমিটার এলাকার অন্তত ১শ’টি স্থান। বাঁধের ওপার দিয়ে চলাচলকারী মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। গত বর্ষা মৌসুমে কয়েক দফা বন্যার ফলে বাঁধটির ৫০ কিলোমিটারেরও বেশি অংশের অবস্থা একেবারেই নাজুক। শুষ্ক মৌসুম শেষ হতে চলেছে, অথচ এখনও বিধ্বস্ত বাঁধ মেরামতে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ কারণে বন্যায় বাঁধ ভাঙ্গণের আশঙ্কায় রয়েছেন জেলার চার উপজেলার মানুষ। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় গাইবান্ধা জেলাকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য ১৯৬২ সালে রংপুরের কাউনিয়া থেকে পাবনা পর্যন্ত ২১৭ কিলোমিটার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। এর মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে সাঘাটা উপজেলা পর্যন্ত ৭৮ কিলোমিটার বাঁধ রয়েছে। এই বাঁধটির ফুলছড়ি উপজেলার উদখালি ইউনিয়নের সিংড়িয়া নামক স্থানে ২০১৬ সালের ৩০ জুলাই প্রায় ২’শ মিটার বাঁধ ভেঙ্গে গেলে ফুলছড়ি, সাঘাটা, গাইবান্ধা সদর ও পলাশবাড়ী উপজেলার ২৫টিরও বেশি ইউনিয়ন প্লাবিত হয়ে পড়ে প্রায় সাড়ে ৪ লক্ষেরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয় কয়েক হাজার একর জমির ফসল, রাস্তা-ঘাট, সেতু-কালর্ভাটসহ অসংখ্য স্থাপনা। শুষ্ক মৌসুম অতিবাহিত হতে চললেও বাঁধটি মেরামতে কোন উদ্যোগ নেয়নি গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড। গাইবান্ধা অংশে ৭৮ কিলোমিটার বাঁধের বেশি ভাগের অবস্থা একেবারেই বেহাল দশা। এলাকাবাসী জানান শুধুমাত্র বন্যার সময়ই বাঁধের ঝুকিপূর্ণ স্থানগুলোতে মাটি ও বালুর বস্তা ভাঙ্গণ রোধ করার চেষ্টা করা হয়। বন্যা শেষ হয়ে গেলে পানি উন্নয়ন বোর্ডের কাউকেই দেখ যায় না। বর্তমানে বাঁধের প্রাঁয় ১শ’টি স্থান ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান বলেন ব্রহ্মপুত্র নদের ভাঙ্গণ রোধ, বালাসী-বাহাদুরাবাদ রুটে ফেরি চলাচলের জন্য ব্রহ্মপুত্র নদে ড্রেজিং এবং জেলাকে বন্যার কবল থেকে রক্ষার জন্য ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি মেরামতে ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর মধ্যে ২৩১ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদের ডান তীর ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় ১ হাজার ৩০০ মিটার, সিংড়িয়া, রতনপুর, কাতলামারী এলাকায় ২ হাজার ২০০ মিটার ও গজারিয়ার গণকবর এলাকায় ৭ হজার মিটার এবং সদর উপজেলার বাগুরিয়া এলাকায় ৩শত মিটার স্থায়ী সিসি বোলক দ্বারা সংরক্ষণ করা হবে। এছাড়া ৫৭ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদ ড্রেজিং করা হবে ১০.২২ কিলোমিটার। এই মেগা প্রকল্পের আওতায় ৭ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ক্ষতিগ্রস্ত ১০ কিলোমিটার অংশ মেরামত করা হবে। এসব কাজের টেন্ডার করা হয়েছে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |