গাইবান্ধায় মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবীতে উত্তাল বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের সন্তানেরা


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবীতে গাইবান্ধায় বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের সন্তানদের মানববন্ধন, জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান শেষে বিক্ষোভ মিছিলে উত্তাল গাইবান্ধা শহর ।
শনিবার সকাল ১০ টা হতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অংশ গ্রহনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে ১নং ট্রাফিক মোড়ে মানববন্ধন, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রীজ রোডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়।
এসময় জেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ ও বীর মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততিসহ স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। তাদের এ সরব উপস্থিতিতে জেলা শহরের রাজপথ গুলো,জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জনতার উত্তাল ঢেউ বয়ে যায়।