গাইবান্ধায় ৭ম শ্রেণীর ছাত্রী মনিফা আক্তার অপহরণ


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধায় ৭ম শ্রেণীর ছাত্রী মনিফা আক্তার অপহরণের ৯ দিন অতিবাহিত। থানায় অভিযোগ দায়ের। সন্ধান না মেলায় মায়ের বুক ফাঁটা আর্তনাদ আকাশ বাতাশকে ভারী করে তুলছে। গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এমতাবস্থায় অপহরণকারীর লোকজন পাল্টা মিথ্যা অপপ্রচার চালিয়ে মনিফা আক্তার অপহরণ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা চালানো হচ্ছে মর্মে ভুক্তভোগী অভিযোগকারী সালমা বেগমের দাবী। অভিযোগ সূত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার মৌজা মালিবাড়ি কুমারের ভিটা গ্রামের সালমা বেগমের মেয়ে মনিফা আক্তার (১৩) স্থানীয় বালাআটা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। মনিফা আক্তার বাড়িতে ঘোরাফেরা করার সময় ও স্কুলে যাতায়াতকালে বিভিন্ন সময় একই গ্রামের রিয়াজুল হকের পুত্র ক…