গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে ১লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ সারা দেশের ন্যায় গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে আজ ১লা বৈশাখ উপলক্ষ্যে শহরের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা প্রর্দক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গনে বর্ষবরণ উৎসবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ জনাব মাহবুব আরা বেগম গিনি এমপি। উক্ত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় জেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সমূহ এসময় আলাদা আলাদা ব্যানারে অংশ গ্রহন করেন।জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ জনাব মাহবুব আরা বেগম গিনি এমপি। আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান মিয়া,পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ