ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

গার্ডিয়ান হেলথ্ কেয়ার কোম্পানীর “রুমি গার্ড” পাওডার সম্পর্কিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ঝিনাইদহ সংবাদাতাঃ বিভিন্ন দৈনিক পত্রিকায় ও মিডিয়ায় ঝিনাইদহে গরু মোটা তাঁজা করণ “রুমি গার্ড পাউডারের (রিমিক্স) প্যাকেটে কাঠ, চাউল ও ধানের গুড়া মিলেছে” শিরনামে যে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদটি প্রকাশিত হয়েছে সে সংবাদের প্রতিবাদ করেছেন ঢাকার গার্ডিয়ান হেলথ্ কেয়ার কোম্পানীর ব্রান্ড মার্কেটিং ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস। তিনি তাঁর লিখিত প্রতিবাদে বলেন, আমরা গার্ডিয়ান হেলথ্ কেয়ার কোম্পানীর পক্ষ থেকে ঝিনাইদহে প্রকাশিত সংবাদের প্রতিবাদ হিসাবে ব্যক্ত করিতেছি যে, গত ইং ২,৩ ও ৪ এপ্রিল/২০১৮ তারিখ দৈনিক কালান্তর, দৈনিক মাথাভাঙ্গা, নবচিত্র, লোকসমাজ, সময়ের দিগন্ত সহ বিভিন্ন দৈনিক পত্রিকায় ও মিডিয়ায় ঝিনাইদহে গরু করণ “রুমি গার্ড পাউডারের (রিমিক্স) প্যাকেটে কাঠ, চাউল ও ধানের গুড়া মিলেছে” শিরনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে গার্ডিয়ান হেলথ্ কেয়ার কোম্পানীর পক্ষ থেকে আমি ব্রান্ড মার্কেটিং ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস সহ কোম্পানীর কর্মকর্তাগণ উক্ত ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ লিখিত ভাবে জ্ঞাপন করছি। রুমি গার্ড পাউডারের কেমিক্যাল ও কাঁচামাল সম্পূর্ণ জার্মান থেকে আমদানী করা হয় এবং পৃথিবীর সর্বশ্রেষ্ট কাঁচামাল হিসাবে পরিচিত যা পশুর পরিপাক তন্ত্রের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ কার্যকরী। রুমি গার্ড প্যাকেটে কাঠ, চাউল ও ধানের গুড়া থাকা সম্পূর্ণ অকল্পনীয়। খামারীগণ কিছু অসাধু লোকের কথায় এরুপ সংবাদ প্রচারে বাধ্য হইয়াছেন বলে আমরা মনে করি। উক্ত সংবাদ প্রকাশে কোম্পানীর সুনামের ক্ষতি হইতে পারে। বিধায় আমরা উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাইতেছি। আসলে উক্ত পাউডার ল্যাবে পরীক্ষা নিরিক্ষা ছাড়াই এরুপ মিথ্যা সংবাদ প্রকাশিত হইয়াছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। রুমি গার্ড রিমিক্স পাউডারের প্যাকেট মুলত: নতুন ও পুরাতন দুটি প্যাকেটই বাজারে বিদ্যমান আছে। সাদা পুরাতন প্যাকেট আর বাদামী রঙ এর প্যাকেটটি নতুন হিসাবে বাজারে যথেষ্ট পরিমান মজুদ আছে। এই দু’রকমের প্যাকেটই গার্ডিয়ান হেলথ্ কেয়ার কোম্পানীর ব্রান্ড। এই দু’রকমের প্যাকেট নিয়ে বিভ্রান্তি হবার কিছুই নেই। আছাড়া রুমি গার্ড রিমিক্স পাউডারের গুনগত মান হিসাবে যেকোন কোম্পানির তুলনায় বাংলাদেশে সবার শীর্ষে রয়েছে। বাংলাদেশের খামারী, পশু ডাক্তার ও সাংবাদিকদের বিভ্রান্তিতে না পড়ার অনুরোধ রইলো।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |