গুজব ছড়ানোর অভিযোগে ২০০ ফেসবুক অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা


কোটা সংস্কারের আন্দোলন সময়ে বিভিন্ন ফেসবুকের একাউন্ট থেকে গুজব ছড়ানোর অভিযোগে ২০০ জনের ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করে সাইবার আইনে একটি মামলা করেছে কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগ।
সাইবার ক্রাইমের বিভাগের উপ-পরিদর্শক (এসআই) এস এম শাহজালাল বাদী হয়ে এই মামলাটি করেন। সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম এ খবর জানান।
নাজমুল ইসলাম জানান, কোটা সংস্কারের আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছাত্রের মৃত্যু ও এক ছাত্রীর পায়ের রগ কাটা নিয়ে গুজব ছড়ানোয় এখন পর্যন্ত ২০০ জনের ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে আরও চিহ্নিত করা হবে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের অহিংস আন্দোলন পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। এরপরই সংঘর্ষে এক ছাত্রের মৃত্যু হয়েছে এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশা এক ছাত্রীর পায়ের রগ কেটে দেন বলেও গুজব ওঠে। এবার এই গুজব ছড়ানোর অভিযোগেই কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগ মাঠে নেমেছে।