গোপালপুরে দক্ষ পিআইও মাসুম প্রধানমন্ত্রীর উন্নয়নের কাজ বাস্তবায়নে ব্যস্ত


আ: রশিদ তালুকদার , টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: আল মাসুম সারা দেশের উন্নয়নের ধারাবাহিকতায় এ উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বরাদ্দকৃত সকল প্রকল্পের উন্নয়নমূলক কাজে একনিষ্ঠা ও দক্ষতার সাথে জনপ্রতিনিধি ও অন্যান্য সকলের সহযোগিতায় সঠিক কাজ করে যাচ্ছেন । তিঁনি গত ৩০-০৯-২০১৯খ্রি. তারিখ থেকে গোপালপুর উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই এ উপজেলায় সরকারী বরাদ্দকৃত সকল প্রকল্পের কাজ সঠিক ভাবে বাস্তবায়ন হয়েছে । মো: আল মাসুম (পিআইও) জানান , আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় এ উপজেলার বাস্তব উন্নয়নমূলক কাজের জন্য আমি সদা তৎপর । আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে সঠিক কাজ করতে বদ্ধ পরিকর । তিনি আরো জানান, এ উপজেলার সকল জনপ্রতিনিধিদের উন্নয়নমূলক কাজের স্বার্থে সহযোগিতা কামনা করছি । হেমনগর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান তালুকদার (হিরা) সহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি তারা জানান, আমাদের পিআইও মো: আল মাসুম ন্যায় নীতির ভিত্তিতে অফিসের কাজ কর্ম ও সকল উন্নয়নমূলক কাজে সঠিকভাবে দায়িত্ব পালন করেন । আমরা তার প্রতি সন্তোষ্ট ।