গোবিন্দগঞ্জে এক ছাত্রী’র ইভটিজিং এর প্রতিবাদ করায় শিক্ষকের উপর হামলাকারী ইভটিজার যুবক গ্রেফতার


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের এক নবম শ্রেনীর এক ছাত্রীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় শালমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে গুরুতর জখমের ঘটনায় হামলাকারী ইভটিজার বখাটে যুবক আবু তাহের ওরফে তারেক(২৫)কে আটক করে দুপুরে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।জানা যায়,গোবিন্দগঞ্জ উপজেলার শালামারা ইউনিয়নের শাখাহাতি বালুয়া গ্রাম থেকে বখাটে যুবক তারেক কে সকালে তাকে আটক হয়। সে শাখাহাতি বালুয়া গ্রামের আব্দুর রউফের ছেলে।গত বৈশাখের ২ তারিখে শালমারা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যাক্ত করত ওই বখাটে যুবক।এই উত্ত্যাক্ত’র প্রতিবাদ করায় ওই বিদ্যালয়ের শিক্ষক ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলামকে হত্যার উদ্দ্যেশে সে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে।এঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের ১বৎসর পর বখাটে যুবক তারেক কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে পুলিশ ।