গোবিন্দগঞ্জে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার


ছাদেকুল ইসলাম রুবেল ,গাইবান্ধা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর খননকালে হাজার বছরের পুরনো কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।বুধবার দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে। এর আগে সকালে উপজেলার শাখাহার ইউনিয়নের শ্রী গায়ে হুজুরপুর এলাকায় একটি পুকুর খননকালে মূর্তিটি পাওয়া যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে গোবিন্দগঞ্জের শ্রী গায়ে একটি পুকুর খননকালে মূর্তিটি ভেসে ওঠে। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে।