গোবিন্দগঞ্জে সন্ত্রাসী কায়দায় কলার বাগন কর্তন কৃষকের সর্বনাশ


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে কথা কাটাকাটির জের ধরে কামারদহ ইউনিয়নের সোনার পাড়া গ্রামের কৃষক আবু বক্করের শতাধিক কলা ধরা গাছ সন্ত্রাসী কায়দায় কর্তন করে সর্বনাশ করেছে ব্যাপারীপাড়া গ্রামের দেলবার আকন্দ।এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,গত শক্রবার উপজেলার কামরাদহ ইউনিয়নের সোনার পাড়া গ্রামের তছকিন উদ্দিনের ছেলে আবু বক্করের সাথে পাশ্ববর্তী ব্যাপারীপাড়া গ্রামের মালেক উদ্দিনের ছেলে দেলবর আকন্দের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে দেলবর২ জন লোক নিয়ে ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে প্রকাশ্যে দিবালকে ক্ষিপ্ত হয়ে শতাধিক কলা ধরা গাছ কর্তন করে ক্ষতিসাধন করে।এতে ওই কৃষকের ২০হাজার টাকার ক্ষতি সাধিত হয়।এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক থানায় অভিযোগ দায়ের করেছেন।