গোমস্তাপুরে ইভটিজিংয়ের দায়ে যুবকের সাজা


গোমস্তাপুর প্রতিনিধি ॥ গোমস্তাপুর উপজেলার রহনপুরে ২ স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে ১০ মাস ১০ দিন সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার শিহাব রায়হান এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত যুবক রহনপুর পৌর এলাকার রহমতপাড়া বাদলের ছেলে ইমন (২০)। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারোয়ার রহমান জানান, রহনপুর সুইচ গেট এলাকায় ২ স্কুল ছাত্রীকে ইভটিজিং করার সময় ইমনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে তাকে ভ্রাম্যমান আদালতের বিচারক ১০ মাস ১০ দিন বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।