ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে মার্চ ২০২৩ ইং | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

গোমস্তাপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু ॥ আটক-১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা-বেলাল বাজার এলাকায় গোড়িয়া বাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে চৌডালা ইউনিয়নের গোড়িয়া বাজারে এঘটনা ঘটে। এঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের ছোট ভাইকে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। নিহত ব্যক্তি গোড়িয়া বাজার এলাকার মৃত. উমিদ আলীর ছেলে আব্দুল রশিদ(৫৭)। আটককৃত ব্যক্তি নিহত রশিদের ছোট ভাই দুরুল হোদা(৫০)। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে জমি-জমা সংক্রান্ত বিরোধ ধরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এসময় নিহতের ছোট ভাই দুরুল হাত থাকা কোপদাঁ দিয়ে রশিদকে কুপাতে শুরু করে। পরে স্থানীয়রা ছুটে এসে রশিদকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এব্যাপারে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহীন কামাল সত্যতা স্বীকার করে বলেন, রোববার সকালে তাদের জায়গা জমি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। পর এক সময় দুরুল তাঁর বড় ভাই রশিদকে কোপদাঁ দিয়ে আঘাত করে। এসময় স্থানীয়রা রশিদকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া চেষ্টা করলে সে রাস্তায় মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এঘটনার সাথে জড়িত দুরুলকে আটক করা হয়েছে। তবে, এ সংবাদ লেখা আগ পর্যন্ত কোন মামলা হয়নি।

You must be Logged in to post comment.

ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু     |     মেহেরপুরে শরিকানা জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় বাবা ছেলে জখম     |     গাংনীতে কাজীপুর মুক্তিযোদ্ধাদের ৮ কবর স্মৃতি সৌধস্থল পরিদর্শন করলেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু     |     টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু     |     ছাত‌কে গো‌বিন্দগঞ্জ ক‌লে‌জে অ‌বৈধ অধ্যক্ষ অপসার‌নের দা‌বি‌তে মানবন্ধন      |     মেহেরপুরে মাটি বহনকারী ট্রলির চাপায় শিশু নিহত     |     টাঙ্গাইল-৪ আসন ভিআইপি প্রার্থী লতিফ সিদ্দিকী দুই দলের বিষফোঁড়া     |     ডোমারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত     |     কোটচাঁদপুর জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৯!     |     বগুড়ার শেরপুরে প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নিয়ে ফিলিং স্টেশনের মালিক লাপাত্তা     |