গোলাপগঞ্জে তাতীলীগের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত


গোলাপগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ তাতীলীগ গোলাপগঞ্জ উপজেলা শাখার নব নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে উপজেলা তাঁতী লীগ সহ সর্বস্তরের নেতাকর্মীদের উদ্যোগে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। গত শুক্রবার (২০ জানুয়ারি) বাদ আসর আনন্দ শোভাযাত্রাটি গোলাপগঞ্জের বিভিন্ন রাস্তা পদক্ষিণ করে চৌমুহনী পয়েন্টে তাতীলীগের নব নির্বাচিত সভাপতি মো. আবুল মনসুর চৌধুরী সুমনের সভাপতিত্বে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
এসময় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য মো. সেলিম উদ্দিন, সিলেট জেলা তাতীলীগের সহ সভাপতি নায়েদ আহমদ, বুধবারী বাজার ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. হিফজুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মো: নাজিম উদ্দীন, পৌর যুবলীগ নেতা রাসেল আহমদ, সিলেট জেলা কৃষক লীগের সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল আমিন হাসান।