গোলাপগঞ্জে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩


গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্ জেসিএনজি অটো রিকশা ওমোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে৩ জন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার(২১ জানুয়ারী)সকাল সাড়ে১০টারদিকেঢাকাদক্ষিণইউনিয়নেরভাইপাসসড়কেএদুর্ঘটনাটিঘটে।
এঘটনায়আহতরাহলেনমোটরসাইকেলচালকরায়গড়গ্রামেরগ্রামেরমফিজআলীরপুত্রওয়াহিদআহমদ (১৮), একইগ্রামেরদেলোয়ারহোসেন (২৩) ও সিরাজুলইসলামেরছেলেআবিদহোসাইন (১৮)।
ঘটনারপরতাৎক্ষণিকস্থানীয়রাআহতদেরউদ্ধারগোলাপগঞ্জউপজেলাস্বাস্থ্যকমপ্লেক্সেনিয়েযান।এরপরআহতআবিদওদেলোয়ারহোসেনেরঅবস্থাগুরুতরহওয়ায়কর্তব্যরতচিকিৎসকতাদেরসিলেটওসমানীমেডিকেলকলেজহাসপাতালেপ্রেরণকরেন।
জানা যায়, শনিবার সকালে ঢাকাদক্ষিণ বাজার থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার ঢাকাদক্ষিণ-গোলাপগঞ্জ সড়কের ভাইপাসের মুখে আসা মাত্র রায়গড় থেকে ঢাকাদক্ষিণের দিকে যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি রাস্তার পাশে পড়ে উল্টে যায়। এসময় মোটরসাইকেলে থাকা ৩জন আহত হন। তবে সিএনজি চালকের তেমন কিছু হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আবিদের বড় ভাই আজমল আহমদ। তিনি বলেন, আহত দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় ডাক্তাররা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।