গোলাপগঞ্জ কুশিয়ারা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত


আজিজ খান, গোলাপগঞ্জ(সিলেট)প্রতিনিধি ঃ গোলাপগঞ্জ কুশিয়ারা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ ও ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলার বুধবারী বাজার মাঠে ফাউন্ডেশনের সহ সভাপতি আব্দুল কুদ্দসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এস ইউ শিপলু। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার (সিভিল) মহিউদ্দিন কলি। বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি জাহাঙ্গীর হোসেন মিয়া মিলু, সাবেক ইউপি চেয়ারম্যান আসকির হোসেন, ফাউন্ডেশনের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এড. এস এম মনোয়ার হোসেন, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সভাপতি আলহাজ্ব আলতাব হোসেন (বাইছ), সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী রাসেল আহমদ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওসমানী স্মৃতি পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, স্বেচ্ছা সেবক পাঠশালার সভাপতি মোহাম্মদ রুবেল আহমদ, ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান, প্রচার সম্পাদক ফয়ছল আহমদ, বাগিরঘাট যুব সংঘের সাধারণ সম্পাদক মান্না আহমেদ প্রমুখ। উক্ত সংবর্ধনার এক পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।