গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ


আজিজ খান, গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি:গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও শপথ কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় এ উপলক্ষে গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জুবেদুর রহমান চৌধুরী (ফারুক মিয়া)’র সভাপতিত্বে, সচিব ডাঃ মাওলানা শামসুল হুদার উপস্থাপনায় ও উপদেষ্টা পরিষদের সদস্য হাফিজ মাওলানা নূরুল হুদার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে শপথ বাক্য পাঠ করান গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন বণিক সমিতির অন্যতম উপদেষ্টা হাজী আব্দুল জলীল সেলিম, আবুল কাহের শোয়া মিয়া, নব-নির্বাচিত সভাপতি আলেকুজ্জামান আলেক, সেক্রেটারী সাংবাদিক আব্দুল আহাদ। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বণিক সমিতির অন্যতম উপদেষ্টা হাজী আব্দুল ওয়াদুদ, হাজী আব্দুল আজিজ শুক্কুর মিয়া, এনামুল ইসলাম কামাল, আমিনুর রশীদ মারুফ, হাজী সজ্জাদ আলী, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম প্রমুখ