ঘাটাইলে অজ্ঞাত ব্যক্তির লাশ ফেলে গেলো গাড়ির হেলপার


রবিউল আলম বাদল ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ রোববার সন্ধ্যা ৬-৪৫ মিনিটে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কলেজ মোড় ভাই ভাই অটো শোরুমের সামনে অজ্ঞাত ব্যক্তির লাশ ফেলে গেলো বিনিময় পবিরবহনের হেলপার।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।নিহতের পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।
পুুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান ঢাকা থেকে ছেরে আসা বিনিময় গাড়িতে অজ্ঞাত ব্যক্তি উঠলে ২০০ টাকা ভাড়া পরিবর্তে ৯০ টাকা ভাড়া দেয় ।ঘাটাইল গুনগ্রাম কাছে আসলে গাড়ির সুপার ভাইজার ডাকা ডাকি করলে কোন সারা না পেয়ে ঐ অজ্ঞাত ব্যক্তির লাশ কলেজ মোড় চত্বরে ভাই ভাই অটো শোরুমের সামনে ফেলে রেখে চলে যায়।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি)আজহারুল ইসলাম পিপিএম মুঠো ফোনে জানান আমারা গড়ি হেলপার,সুপার ভাইজার শনাক্ত করেছি খুব দ্রুত রহস্য উদঘাটন করতে পারবো।লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।