ঘাটাইলে অনিশ্চিত ১৪জন এসএসসি শিক্ষার্থীর ভবিষ্যত


রবিউল আলম বাদল ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কোলাহা শহীদ স্মৃতী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীর ১৪জন শিক্ষার্থী অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় দিঘলকান্দি ইউনিয়নের কোলাহা শহীদ স্মৃতী স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাজাহান ২০২৩ সালে অনুষ্ঠিতব্য সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় তার নিজ স্কুলের শিক্ষার্থী পরেও বাহিরের স্কুলের ১৪জন শিক্ষার্থীর অভিভাবকের কাছ থেকে ফরম পুরনের আশ্বাস দিয়ে মোটা অংকের টাকা নেন।সে মোতাবেক পরীক্ষার আগের দিন শিক্ষার্থীরা তাদের প্রবেশ পত্রের জন্য স্কুলে গেলে তাদের প্রবেশ আসে নি বলে জানিয়ে দেন।হতাশ হয়ে তারা ফিরে যান। পরীক্ষার্থী শশী ও তানহার মা জানান ফরম পুরণের কথা বলে প্রধান শিক্ষক আমাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছে অথচ পরীক্ষার আগের দিন প্রবেশ পত্র আসেনি বলে জানিয়ে দেন্।
এ বিষয়ে কোলাহা শহীদ স্মৃতী উচ্চ বিদ্যালয়ের ১৪জন পরীক্ষার্থীর প্রবেশ পত্র না আসার কারন জানতে চাইলে তিনি ফরম পুরনের টাকার বিষয়ে স্কীকার করে প্রধান শিক্ষক মোঃ শাজাহান জানান আমি টাকা নিয়েছিলাম কিন্তু পরে টাকা ফেরত দিয়েছি।
এ ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান যদি ১৪জন শিক্ষার্থীর প্রবেশ পত্র না এসে থাকে তাহলে তদন্ত পুর্বক বিধি মোতাবেক ঐ প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।