ঢাকা, শনিবার, ১০ই জুন ২০২৩ ইং | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঘাটাইলে অনিশ্চিত ১৪জন এসএসসি শিক্ষার্থীর ভবিষ্যত

রবিউল আলম বাদল ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কোলাহা শহীদ স্মৃতী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীর ১৪জন শিক্ষার্থী অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় দিঘলকান্দি ইউনিয়নের কোলাহা শহীদ স্মৃতী স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাজাহান ২০২৩ সালে অনুষ্ঠিতব্য সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় তার নিজ স্কুলের শিক্ষার্থী পরেও বাহিরের স্কুলের ১৪জন শিক্ষার্থীর অভিভাবকের কাছ থেকে ফরম পুরনের আশ্বাস দিয়ে মোটা অংকের টাকা নেন।সে মোতাবেক পরীক্ষার আগের দিন শিক্ষার্থীরা তাদের প্রবেশ পত্রের জন্য স্কুলে গেলে তাদের প্রবেশ আসে নি বলে জানিয়ে দেন।হতাশ হয়ে তারা ফিরে যান। পরীক্ষার্থী শশী ও তানহার মা জানান ফরম পুরণের কথা বলে প্রধান শিক্ষক আমাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছে অথচ পরীক্ষার আগের দিন প্রবেশ পত্র আসেনি বলে জানিয়ে দেন্।

এ বিষয়ে কোলাহা শহীদ স্মৃতী উচ্চ বিদ্যালয়ের ১৪জন পরীক্ষার্থীর প্রবেশ পত্র না আসার কারন জানতে চাইলে তিনি ফরম পুরনের টাকার বিষয়ে স্কীকার করে প্রধান শিক্ষক মোঃ শাজাহান জানান আমি টাকা নিয়েছিলাম কিন্তু পরে টাকা ফেরত দিয়েছি।

এ ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান যদি ১৪জন শিক্ষার্থীর প্রবেশ পত্র না এসে থাকে তাহলে তদন্ত পুর্বক বিধি মোতাবেক ঐ প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

You must be Logged in to post comment.

বোদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুদ্ধ-১৭) উদ্বোধন     |     মেহেরপুরে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান     |     রাণীশংকৈলে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত     |     মেহেরপুরের বাড়াদি বীজ উৎপাদন খামার কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন     |     ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত-১     |     ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত     |     কাগজে-কলমে পাঠাগার দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ      |     সুন্দরগঞ্জে ২ মাদক কারবারী গ্রেপ্তার     |     নবাবগঞ্জে শিক্ষার্থীর ব্যতিক্রমী জন্মদিন পালন      |     ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সমাবেশ     |