ঢাকা, শুক্রবার, ৯ই জুন ২০২৩ ইং | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঘাটাইলে ইউপি মেম্বার পদ প্রার্থীর মোটর সাইকেল শোভাযাত্রা

রবিউল আলম বাদল ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ দিন যতই ঘনিয়ে আসছে কাছে চলে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।প্রার্থীদের মাঝে চলছে হিসেব নিকাশ কে হবে তাদের জন প্রতিনিধি।কে তাদের দুঃখের দিনে পাশে এসে দাড়াবে । এ আলাপ এখন পাড়ায় মহল্লায় ,চায়ের দোকানে মুদির দোকানে সর্বত্রই চলছে প্রার্থী বাছাইয়ে জন্য নানা কথা বার্তা নির্বাচন নিয়ে চলছে আলাপ আলোচনা।তেমনি টাঙ্গাইলের ঘাটাইল ২৯ ডিসেম্বর রসুলপুর ইউনিয়ন আরো ৩টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। উপজেলার রসুলপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে শালিয়াবহ ৭নংয়ার্ডে মেম্বার পদ প্রার্থী আলহাজ মোঃ হামিদ মিয়া তিনি মোরগ মার্কা নিয়ে প্রতিদ্বন্দি করছেন। তাইতো সবার কাছে তিনি অতি পরিচিতি হয়ে উঠেছেন।মানুষের দারে দারে ভোট প্রার্থনা করছে। শালিয়াবহ গ্রামের মাহফুজ মিযা জানান লোক হিসেবে মোঃ হামিদ মিয়া অনেক ভালো তাকে সর্বদাই আমার বিভিন্ন কাজে পেয়ে থাকি ।
এবিষয়ে মেম্বার পদ প্রার্থী আলহাজ্ব মোঃ হামিদ মিয়া জানান আমি আপনাদের সমর্থন যদি পাই এমনি যদি করি তাহলে সর্বদাই মানুষের সেবার জন্য নিজেকে উৎসর্গ করবো।ঐ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা দুই হাজার ২শত ।

You must be Logged in to post comment.

মেহেরপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু     |     মেহেরপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং : বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল     |     ভোলায় জেলা পুলিশ ও কোস্টগার্ডের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।     |     লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা     |     মাদারীপুরে আগুনে পুড়েছে ৫ দোকান     |     টাঙ্গাইলে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনে আইনজীবীর বাঁধা, ইউএনওর বরাবরে এলাকাবাসীর অভিযোগ     |     অসম্পূর্ণ তথ্য দিয়ে পরিবেশিত সংবাদ মানুষকে বিভ্রান্ত করে ………. সাতক্ষীরায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম     |     পার্বতীপুরে বর্জ্রপাতে দুই জনের মৃত্যু     |     চিলাহাটিতে বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ ও বিশেষ  দোয়া।      |     টাঙ্গাইলে জেনারেটর চালিয়ে পরীক্ষা দিল শিক্ষার্থীরা     |