ঘাটাইলে উপজেলা জামায়াতের আমির আটক।


রবিউল আলম বাদল ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ- মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল ৫টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের যুগীহাটি গ্রাম থেকে উপজেলা শাখার জামাতে ইসলামের আমীর আবদুর রহিমকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ।তিনি লোকের পাড়া ইউনিয়নের যুগিহাটী গ্রামের খন্দকার আব্দুল মান্নানের ছেলে। যুগীহাটি খন্দকার নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
পুলিশ জানায়, একাধিক নাশকতার মামলায় মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের যুগীহাটি গ্রাম এলাকা থেকে আবদুর রহিমকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
এ বিষয়ে ঘাটাইল থানার পুলিশের উপপরিদর্শক(এসআই) মোঃ দেলোয়ার হোসেন জানান তার বিরুদ্ধে থানায় একধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।