ঘাটাইলে গৃহহীনদের জমিও ঘর হস্তান্তর উদ্ধোধন


রবিউল আলম বাদল ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-বুধবার সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কতৃক এক যোগে ভার্চুয়াল মিটিংিয়ের মাধ্যমে গৃহহীন পরিবার কে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর শুভ উদ্ধোধন করেছেন।সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া,সাগরদিঘী ইউনিয়নের ৪০টি পরিবার কে কবিওলত নামা কাগজ পত্র(দলিল) ঘর বুঝিয়ে দেওয়া হয়।উপজেলা প্রশাসন আয়োজিত,উপজেলো অডিটোরিয়ামে ইউএনও মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান হিরা, দিগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুখ হোসেন ফনি,সঞ্চালনায় ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃএনামুল হক,ঘাটাইল পৌর আওয়ামীলীগের আহবায়ক খলিলুর রহমান তালুকদার,ঘাটাইল থানার উপপরিদর্শক(এসআই) পলাশ আহম্মেদ প্রমুখ।