ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধে পিটিয়ে হত্যা


রবিউল আলম বাদল ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি : বুধবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কহিনুর (৫৫) নামের এক ব্যক্তিতে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার ধলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কহিনুর ওই এলাকার আব্দুল বাছেদের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বিকেলে ধলাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ববিন(ইড়নরহ) হায়দার চৌধুরী সাদির ছোট ভাই সাকি চৌধুরীর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার কহিনুর এর সাথে। এরই জের ধরে বিকেল সাড়ে ৪টায় দিকে সামি চৌধুরীর সাথে কহিনুরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাকি ক্ষিপ্ত হয়ে কহিনুরকে কিল-ঘুষি ও পরে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আশেপাশের লোকজন কহিনুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম সরকার পিপিএম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।