ঘাটাইলে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৩তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালিত


রবিউল আলম বাদল ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-শুক্রবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারা দেশের ন্যায় জানিত জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস জাকজমকপুর্ন ভাবে পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে অবস্থিত জাতির পিতার ম্যুরালে উপজেলা প্রশাসন ,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পুস্পস্তবক অর্পন,জাতীয় পতাকা উত্তোলন,চিত্রাংকন প্রতিযোগিতা,রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী,একটি শোভা যাত্রা ঘাটাইল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা অনুষ্ঠিত হয় । উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরপিতা আব্দুর রশিদ মিয়া, উপজেলা প্রানীসম্পদ অফিসার(ইউএলও)মোঃ আবুল খায়ের আনিসুর রহমান ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ(ওসি) আজাহারুল ইসলাম সরকার পিপিএম উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।