ঘাটাইলে ট্রাক চাপায় ২স্কুল ছাত্র নিহত ১জন আহত


রবিউল আলম বাদল ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-সোমবার। (১২ ডিসেম্বর)রাত ৮.১০মিনিটে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঢাকা ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বানিয়াপাড়া নামক স্থানে মোটর সাইকেল থাকা দুই স্কুলছাত্র ট্রাকচাপায় নিহত হয়েছেন ।তারা সবাই ঘাটাইল সরকারী গন পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।
মোটরসাইকেলে থাকা সিয়াম (১৫) নামে আরও এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন, ঘাটাইল পৌরসভা এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে শাকিব (১৫) পৌর এলকার ফতেরপাড়া গ্রামের মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৫)।
সিয়াম নামে আরেক বন্ধুকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও ট্রাকে থাকা কামারখনন্দ উপজেলার বরদুল গ্রামের সুজন ও মোস্তফা জানায় নেত্রকোনা থেকে ট্রাকবোঝাই গরু কিনে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় ফেরার পথে ঘাটাইল বানিয়াপাড়া নাম স্থানে আসলে বিপরতি দিক থেকে আসা ু মোটর সাইকেল থাকা সিয়াম শাকিব, ,সুমন ৩বন্ধ মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে শাকিব, ,সুমন ২জন নিহত হয়।