ঘাটাইলে নকল ঔষধ কারখানা তালা ঝুলিয়ে দিলো ভ্রাম্যমান আদালত


রবিউল আলম বাদল ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মঙ্গলবার বিকালে পৌর এলকার গরুর হাট সংলগ্ন চৌরাস্তায় ডিএলএস কাগজ পত্র, পরিবেশ ছাড়পত্র বিহীন গড়ে উঠা গবাদী প্রানীর ঔষধ তৈরির কারখানায় তালা ঝুলিয়ে দিলো ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভ’মি) ফারজানা ইয়াসমিন ,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ।
দীর্ঘদিন যাবত ওই এলাকায় একটি সংঘ বদ্ধ চক্র বাসা ভাড়া নিয়ে ম্যাক্স এগ্রোভেট নামের ডিএলএস,পরিবেশের ছাড়্রপত্র বিহীন গরু মোটা তাজা করন ভিটামিন তৈরি করে আসছে। এ বিষয়ে গত রোববার একটি প্রতিবেদন বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশিত হলে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিতি হোন নকল ঔষধ তৈরী কারখানায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে নকল ঔষধ তৈরীর সাথে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায় । কাউকে না পেয়ে দরজায় তালা ঝুলিয়ে ভ্রাম্যমান আদালত।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমরা কারখানায় সিলগালা করে এসেছি তবে ঔষধ তৈরীর সাথে জড়িত কাউকে এখনো পাওয়া যায়নি।