ঘাটাইলে ফাসিতে ঝুলে আতœহত্যা


ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের চৈথট্ট বটতলী বাজারে ফাসিতে ঝুলে আতœহত্যা করেছে কবির হোসেন(২৭) নামে এক যুবক। শনিবার সকাল(১৬ সেপ্টম্বর) আনুমানিক ৫টায় আতœহত্যা করে বলে পুলিশ ধারনা করা হচ্ছে। তিনি সংগ্রামপুর ইউনিয়নের খাগরাটা গ্রামের আঃ সামাদের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ জানায় উপজেলা সংগ্রামপুর ইউনিয়নের সামাদের ছেলে কবির হোসেন ৪বন্ধু মিলে বটতলী বাজারে একটি ভাড়ায় দোকান নিয়ে অন্যের অটোর ব্যাটারী চার্জ দিতো। প্রতিদিন পর্যায় ক্রমে একজন করে পাহাড়া দিতো। ঐদিন কবির হোসেনের পাহাড়া ছিলো। শনিবার সকালে লোকজন অটো চার্জ দিতে গিয়ে দেখে ঘরের ভিতর আড়ার সাথে ফাসিতে ঝুলে আছে। পরে পুলিশ কে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান যুবকের আতœহত্যার বিষয়টি সত্য ময়না তদন্তের পর বেঝা হত্যা না আতœহত্যা। তবে এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
রবিউল আলম বাদল