ঘাটাইলে বণের ভিতর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার


রবিউল আলম বাদল ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-সোমবার ৩টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউপাড়া ইউনিয়নের কোঁচপাড়া জাঙ্গাইলাচালা থেকে সাকেদ আলী (৮০) লাশ উদ্ধার করেছে পুলিশ।তিনি ঐ ইউনিয়নের হরিনাচালা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায় রবিবার সন্ধ্যায় সাকেদ আলী(৮০) বাড়ি থেকে নিখোঁজ হয়। সোমবার সকাল ১০টায় দেউপাড়া ইউনিয়নে বনের পাশ দিয়ে লোকজন যেতে সময় বৃদ্ধকে ঘোংগানি অবস্থায় মৃতপ্রায় দেখতে পায়। এলাকাসী পুলিশ কে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে।তার পাঁচ ছেলে সবাই বিদেশ থাকে বলে জানা যায়।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ(ওসি) আজহারুল ইসলাম পিপিএম জানান বিকাল ৩টায় খবর পাই । তবে কোন অস্বাভাবিক মৃত্যু নয় ।স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে।