ঘাটাইলে ব্যবসায়ী ও সমাজ কর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন মামলা


আ:রশিদ তালুকদার,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার লোকের পাড়া গ্রামের চান মাহমুদ ভূইয়া গত ৬ অক্টোবর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ঘাটাইল থানা আমলী আদালতে মোকদ্দমা নং ৬৯৮/২২ বসত ঘরে অগ্নিসংযোগের অভিযোগ এনে একটি মিথ্যা মামলা করেছেন।অবসর প্রাপ্ত সাব-রেজিস্টার হায়দার আলী খান সহ ব্যবসায়ী ও সমাজকর্মীসহ ৭ জনকে বিবাদী করা হয়েছে।এলাকা বাসী ও মামলার বিবাদীদের দাবি মামলাটি উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন।মামলার ৫ নং বিবাদী শহিদুল ইসলাম তারা বলেন, চান মাহমুদ ভূইয়ার বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ সম্পূর্ন অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত।যাদের অভিযুক্ত করে মামলাটি দায়ের করা হয়েছে তারা অনেকেই ঘটনার দিন এলাকায় ছিলেন না ।মূলত বাদী নিজেই পরিত্যক্ত একটি যুপড়ি ঘরে আগুন দিয়ে অগ্নি কান্ডের মিথ্যা মামলা সাজিয়েছেন।মামলার ১ নং বিবাদী হায়দার আলী খান বলেন,মামলার এজাহারের আমাদেরকে দাঙ্গাবাজ,ভূমিদস্যু,পরসর্ম্পদ লোভী,অনিষ্ঠকারী সহ যেসব নামে আখ্যায়িত করা হয়েছে তা অনভিপ্রেত ও আদো গ্রহন যোগ্য নয়।প্রকৃত পক্ষে বাদী নিজেই একজন জবর দখল কারী ।গত ২৬ অক্টোবর স্থানীয় সাংবাদিকদের নিকট এসব দাবী করেন হায়দার আলী খান। এ ব্যাপারে চান মাহমুদ ভূইয়ার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায় নি।