ঘাটাইলে মাইক্রোবাস মোটরসাইকেল সংঘর্ষে ৩জন নিহত


রবিউল আলম বাদল ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে মঙ্গলবার(১৪ ফেব্রয়ারী) রাত ৯-টা৩০মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার জামাুরিয়া ইউনিয়নের হরিপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার লাউয়াগ্রামের শহিদুল ইসলামের ছেলে সোনা মিয়া (২২), অস্টোচল্লিশা গ্রামের আবীর বাছেদের ছেলে আলমগীর হোসেন (২৫) ও ধনবাড়ি উপজেলার পানকাতা গ্রামের আবুল হোসেনের ছেলে শামীম হোসেন (২৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, নিহতরা তিনজনই ওয়ার্কসপ শ্রমিক। তারা তিনজনই উপজেলার বীরঘাটাইলের একটি ওয়ার্কসপে কাজ করতো। মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৩০মিনিটে মোটরসাইকেল নিয়ে নিজ কর্মস্থলে ফিরছিল। তাদের মোটরসাইকেলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হরিপুরে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলে মারা যায়।
ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম সরকার পিপিএম জানান, মোটরসাইকেলটির গতি ছিল বেপরোয়া। মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা মারা যান। মাইক্রোবাসটি আটক করা সম্ভব হয়নি।