ঘাটাইলে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


রবিউল আলম বাদল ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-মঙ্গলবার টাঙ্গইলের ঘাটাইল উপজেলায় বিশ্বের ন্যায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস পালিত ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে রাত ১২টা এক মিনিটে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক সংগঠন কেন্দ্রিয় শহীদ মিনারে শহীদদের প্রতি ্শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন দাড়িয়ে ১মিনিট নিরবতা,শহীদদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সুর্য উদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী প্রভাত ফেরির মাধ্যমে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।পরে আলোচানা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন আয়োজিত.উপজেলা পরিষদ মিলনায়তনে,ইউএনও মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের সংসসদ সদস্য আতাউর রহমান খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু,ভাষা সৈনিক চৌধুরী হাবিবুর রহমান সিদ্দিকী,উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) মোঃ আরিফুর রহমান,অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু প্রমুখ।