ঘাটাইলে ৫টি ইউনিয়নে ৪টিতে নৌকা ১টিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয়


রবিউল আলম বাদল ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-বৃহস্পতিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪টিতে বেসরকারী ভাবে নৌকা প্রতিক মার্কার প্রতিকে বিজয়ী হয়েছে।স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হযেছে।২৯ ডিসেম্বর সকাল ৮টা ৩০মিনিট খেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন করা হয় ।ইলেকট্রোনিকস ভোটিং মেশিনের(ইভিএম) মাধ্যমে ভোট গ্রহ করা হয়।ঘাটাইল উপজেলায় ধলাপাড়া ইউনিয়নে নৌকা প্রতিকে শফিকুল ইসলাম,রসুলপুর ইউনিয়নে কাজী মাহবুব উল হক মাছুদ,সন্ধ্যানপুর ইউনিয়নে, মোঃ বেলায়েত হোসেন বেলাল,লক্ষিন্দও ইউনিয়নে সাইদুর রহমান সাইদ,সংগ্রামপুর ই্উনিয়নে ঘোড়া প্রতিক স্বতন্ত্রপ্রার্থী মোঃ গিয়াস বাবু বিজয়ী হয়েছে।ঘাটাইলে ৫টি ইউনিয়নে ২১জন চেয়ারম্যান প্রার্থী,সাধারন সদস্য ১৪৩জন, সংরক্ষিত নারী আসনে৫৪জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১লাখ ২হাজার ৩৭৫জন ভোটার রয়েছে।