ঘাটাইলে ৭দফা দাবীতে গণ অনশন অনুষ্ঠিত


রবিউল আলম বাদল ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টা-৩০মিনিটে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারা দেশের ন্যায় সংখ্যালঘু সুরক্ষা আ্ইন প্রনয়ন,বৈশম্য বিলোপ আইন প্রনয়ন,দেবোত্তর সম্পত্তি সংরক্ষন আইন,জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন,অর্পিত সম্পিত্তি প্রত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন,শান্তি চুক্তি পার্বত্য ভুমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন,সমতলের আদিবাসীদের পৃতক কমিশন গঠন ৭দফা দাবী আদায়ে ও সমঅধিকার বাস্তবায়নেনর লক্ষে সকাল সন্ধা গণ অনশন অনুষ্ঠিত হয়েছে।১৪টি ইউনিয়ন একটি পৌরসভার হিন্দু নেতৃবৃন্দদের নিয়ে এ গণ অনশন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দ বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের ঘাটাইল উপজেলা শাখা আয়োজিত,পৌর এলাকায় অবস্থিত শান্তিনগর হরি মন্দির প্রাঙ্গনে গণ অনশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ অধির চন্দ্র সাহা, সহ সভাপতি প্রনতি সাহা,সাধারণ সম্পাদক কার্ত্তিক দত্ত,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক অমুল্য চন্দ্র আর্য্য,বাংলাদেশ হিন্দু যুব ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি অনুপ চক্রবর্ত্তী,বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক জিতেন্দ্র চন্দ্র আর্য্য প্রমুখ।