ঘোড়াঘাটের ধলিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ মান্নান নিজ খেয়াল খুশি মত বিদ্যালয়ে যাতায়াতের ফলে শিক্ষার মান দিন দিন ধ্বংসের পথে ধাপিত


মোঃ মাহবুব হোসেন মেজর হাকিমপুর প্রতিনিধি ঃ গত ৩১/০৩/২০১৮ইং তারিখ দুপর আনুমানিক ২.৩০ মিঃ সময় উক্ত বিদ্যালয়ে স্বরেজমিনে যেয়ে দেখা গেছে। তাহার বিদ্যালয়ে তালা চাবি ঝুলছে। স্থানীয় এলাকা বাসী সুত্রে জানা গেছে, প্রধান শিক্ষক মোঃ আঃ মান্নান নিজ খেয়াল খুশি মত বিদ্যালয়ে যাতায়াত করে। সকাল ৯টার জায়গায় ১১/১২টায় আসে। যায় দপুর ২/৩ টায়। শ্রেনি কক্ষে ছাত্র/ছাত্রীদের উপস্থিতি খুবই কম। মাত্র ২/৩জন শিক্ষক দ্বারা বিদ্যালয় টি চালালেও প্রধান শিক্ষকের ক্লাসে উপস্থিতি খুবই কম। আরেক টি গোপন সুত্রে জানা গেছে তাহার শিক্ষাগত যোগ্যতার সাটি ফিকেটের সমস্যা আছে। এবং তাহার হাতের লেখা খুবই খারাপ। তাহার দক্ষতা অনেক কম। সে দির্ঘ দিন হইতে সরকারী স্লিপের টাকা আতœসাত করিয়া আসিতেছে। ঊক্ত বিদ্যালয়টি নির্মানের সময় বিদ্যালয়ের ইট, সিমেন্ট ও বালু দ্বারা তাহার নিজ বসত বাড়ী বিল্ডিং ঘর নির্মান করিয়াছেন। তাহার স্বভাব চরিত্রের জন্য ছাত্র ছাত্রী অনেক কম। ৪০ টি ছাত্র ছাত্রী আছে বলে মনে হয় না। সেটি হচ্ছে আবার প্লে-গ্রুফ হইতে ৫ম শ্রেনী পর্যন্ত সবগুলি ক্লাস মিলিয়ে। এদের মধ্যে প্রতিদিন গড়ে ২০ জন ছাত্র ছাত্রী উপস্থিত থাকে না। গত ২০১৭ ইং সালে মাত্র ৭ জন ছাত্র ছাত্রী পিএসসি পরিক্ষায় অংশগ্রহন করে তবে মাত্র ১জন পিএসসি পাস করিয়াছে, সেও আবার সি গ্রেডে। এই হচ্ছে ঘোড়াঘাটের ধলিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের লেখা পড়ার মান। এ বিষয়ে তথ্য জানতে চাইলে সাংবাদিকদের সংঙ্গে কোন তথ্য দিতে রাজি না এই প্রধান শিক্ষক মোঃ আঃ মান্নান। এত অনিয়ম করেও তাহার মনে কিছু হয় না। কারন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলতাফ হোসেন তাহার আপন বড় ভাই। উপজেলা শিক্ষ্যা অফিসার সাহেব কে তিনি যাহা বলিবেন, তাহাই সে শুনিবেন। এ জন্য তাহার বিরুদ্ধে কোন কিছুই হবে না। স্থানীয় এলাকা বাসী অভিযোগ করেও কোন লাভ নেই। এই অসৎ সাহসে সে ইচ্ছে মত বিদ্যালয়টি নিজ খেয়াল খুশি মত চালিয়ে যাচ্ছে। তাই এসব বিষয়ে মাননীয় প্রাথমিক ও গন শিক্ষ্যা মন্ত্রী মহাদয়, দিনাজপুর ৬ আসনের মাননীয় সংসদ সদস্য, দিনাজপুর জেলা প্রশাসক, দিনাজপুর জেলা শিক্ষ্যা অফিসাররের সু দৃষ্টি কামনা করেন স্থানীয় এলাকা বাসী।