ঘড় পোড়া গরু সিদুররে মেঘ দেখলে ভয় পায় -নৌ পরবিহণ মন্ত্রী


জাহিদ হাসান,মাদারীপুুর জেলা প্রতিনিধি: মানুষ যে শান্তি আছে, শান্তি প্রতিষ্ঠা শান্তি রক্ষার জন্য, দেশের উন্নায়নরের স্বার্থে আমারা রাজনীতির স্থিতিশিলতা সৃষ্টি করতে চাই। শান্তিপূর্ন আন্দোলন এর কথা বলে তারা যে বিগত দিনে অশান্তি সৃষ্টি করছে, ঘর পোড়া গরু সিদুরের মেঘ দেখলে ভয় পায়,আমাদরে আশংকা হল বি এন পি আন্দোলন এর নামে আবার নাশকতা সুরু করে কি না, সে জন্য আমাদরে সর্তক থাকতে হবে। শুক্রবার সকালে মাদারীপুর চরমুগরীয়া মার্চেন্টেসস উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানরে সাংবাদিকদের এক প্রশ্নরে জবাবে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান একথা বলনে। নৌপরিবহন মন্ত্রী আরো বলনে বিএনপি অবশ্যই অধিকার আছে রাজনীতি করার গণতান্ত্রকি অধকিার আছে,আর সেই কারনইে আজ তারা মিছিল করতে পারছে ,মানববন্ধন করতে পারছে,উনাদের বিভিন্ন রাজনীতিক র্কমকন্ড করতে পারছে,টকশোতে কথা বলতে পারছে সভা করতে পারছে। মাদারীপুর চরমুগরীয়া মাদারীপুর চরমুগরীয়া মার্চেন্টেসস উচ্চ বিদ্যালয় কার্যনির্বহী পরিষদের সভাপতি বদিউজ্জামন খান (জামাল খান)সভাপতিতে¦ উক্ত বার্ষিক ক্রীয়া প্রতিযোগীতা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসনে, জেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, উপজলো নির্বাহী অফিসার মোঃ শফিউর রহমান,মাদারীপুর পৌরসভার ময়ের আলহাজ্ব খালদি হোসনে ইয়াদ সহ বিভিন্ন রাজনীতিক ব্যাক্তি সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।