চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন মানুষ সচেতন হলে দৃষ্টিপ্রতিবন্ধিতা কমানো সম্ভব


চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজিং ট্রাস্টি আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেছেন, যার চোখের আলো নেই তার জীবন অন্ধকার। তাই চোখের ব্যাপারে কোন প্রকার অবহেলা করা উচিত নয়। তিনি বলেন, চোখের যথার্থ পরিচর্যার সঠিক জ্ঞানের অভাব ও অসচেতনতার কারণে অনেক মানুষ চোখের সমস্যায় ভুগছে। মানুষ সচেতন হলে এই দৃষ্টিপ্রতিবন্ধিতা কমানো সম্ভব। তিনি বলেন, প্রাপ্তবয়স্কদের প্রায় ৭৫ শতাংশ এবং অল্পবয়সীদের প্রায় ২৫ শতাংশই দৃষ্টিসমস্যা সংশোধনের জন্য চশমা ব্যবহার করে থাকেন। তাই অবশ্যই চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চশমা পড়া উচিৎ। আজ শনিবার বিকেল ৫ টায় মহানগরীর জামালখানে ফ্যাশন অপটিকস লিঃ এর ১৫ তম শাখা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ফ্যাশন গ্রুপের চেয়ারম্যান মিসেস শামসুননাহার ইসলাম, পরিচালক ফাহিমুল ইসলামসহ চক্ষু বিশেসজ্ঞ চিকিৎসকরা। প্রসঙ্গত, ফ্যাশন অপটিকস লিঃ এর যাত্রা শুরু হয় ১৯৭৫ সালে। সারা দেশে ১৪টি শাখা রয়েছে। চট্টগ্রামে এই প্রথম ১৫ তম শাখার যাত্রা শুরু হয়েছে।