চট্টগ্রামে অগ্নিকান্ডে ৩৮ টি দোকানঘর ভস্মীভূত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩৮টি দোকানঘর ভস্মীভূত হয়েছে। গতকাল শনিবার ভোর পৌনে ৫টার দিকে নগরীর পতেঙ্গা থানার নয়াবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে নয়াবাজারের কলোনিতে অগ্নিকাণ্ডের খবরে ইপিজেড ও বন্দর ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। ইপিজেডের সিনিয়র স্টেশন অফিসার ওসমান গণির নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।সৃষ্ট আগুনে ৩৮টি কাঁচা দোকান পুড়ে গেছে। এতে দশ লাখ টাকার ক্ষয়ক্ষতিও হলেও ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে । এদিকে গতকাল শনিবার দিনগত রাত সাড়ে বারটার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়ার সূর্যসেন পল্লীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবরে কালুরঘাট ফায়ার সার্ভিসের ১টি গাড়ি ঘটনাস্থলে যায়। লিডার ওসমান গণির নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিটের থেকে সৃষ্ট আগুনে একটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতিও হলেও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলেও তিনি।