চট্টগ্রামে আটককৃত ৩০ লাখ টাকার জাটকা বিভিন্ন এতিমখানায় বিলি


চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আনুমানিক ৩০ লাখ টাকার ৬ টন জাটকা (ছোট ইলিশ) আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) লে. কমান্ডার আশেকুর রহমান গোপন খবরের ভিত্তিতে সদরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে এগুলো আটক করেন। পরে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিলি করা হয়েছে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, কিছু অসাধু ব্যবসায়ী ‘এফভি সীমান্ত-১’ ফিশিং ভ্যাসেলের মাধ্যমে সমুদ্র থেকে জাটকা ইলিশ ধরে কর্ণফুলী থানাধীন সদরঘাটে মজুদ করছে এমন খবরের ভিত্তিতে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ হাসান এবং জেলা মৎস্য দপ্তরের জরিপ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ হাজার কেজি (৬ টন) জাটকা ইলিশ জব্দ করে। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এ সময় ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ৪ ধারা অনুযায়ী আসামি এফভি সীমান্ত-১ এর মো. মেহেদী হাসানকে (৩০) ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা জাটকা ইলিশ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিলি করা হয়েছে।