চট্টগ্রামে আট বছরের শিশুকে হত্যা


চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীতে আট বছরের শিশুকে হত্যা করেছে রিকশাচালক মো. ইমন হোসেন (২০)। পাশবিক নির্যাতনে বাধা দেওয়ায় মাথার ইটের আঘাত করে মো. সোহাগ নামের ওই শিশুকে হত্যা করা হয়। গত বৃহস্পতিবার রাতে পতেঙ্গা থানার খালপাড় আহমদপাড়া বার্মা কলোনিতে এ ঘটনা ঘটে। পুলিশ আসামি ইমনকে গ্রেফতার করেছে।পতেঙ্গা থানার ওসি আবুল কাসেম ভূঁইয়া জানান, ইমন পুলিশকে জানিয়েছে সোহাগকে বড়ই খাওয়ানোর লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। এরপর সেখানে শিশুটিকে পাশবিক নির্যাতনের চেষ্টা করলে ছেলেটি চিৎকার করে। তখন হাতের কাছে থাকা ইটের টুকরা দিয়ে সোহাগের মাথায় আঘাত করে ইমন। ঘটনাস্থলেই সে নিহত হয়। ওসি জানান, সোহাগের মা-বাবা পুলিশের শরণাপন্ন হলে তাৎক্ষণিক তিন-চারটি টিম মাঠে নামানো হয়। মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যে আসামি ইমনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সোহাগের বাবা হত্যামামলা দায়ের করেছেন ।