ঢাকা, শনিবার, ১লা এপ্রিল ২০২৩ ইং | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

চট্টগ্রামে এইচএসসি চলাকালীন লোডশেডিং কমানোর আহবান

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় লোডশেডিং হওয়ায় গভীর উদ্বেগ জানিয়ে এইচএসসি পরীক্ষা চলাকালীন তা সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানিয়েছেন জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেনের সঙ্গে সাক্ষাৎ করে এ আহ্বান জানান সুজন। তিনি বলেন, সাধারণ মানুষ খুবই উদ্বিগ্ন। ঘন ঘন লোড শেডিং এবং ভোল্টেজ উঠা-নামার ফলে বিদ্যুৎ কেন্দ্রিক বিভিন্ন ধরনের উৎপাদন এবং ব্যবসা বানিজ্য ব্যাহত হচ্ছে।
সুজন প্রধান প্রকৌশলীকে জানান, যেসব এলাকায় পুরোনো মিটারে অর্থাৎ যেখানে প্রি-পেইড মিটার স্থাপন করা হয়নি সেসব এলাকায় এখনো গড়বিল দেওয়া হচ্ছে। ফলে বিদ্যুৎ বিভাগ তথা সরকারের প্রতি সাধারণ মানুষের চাপা ক্ষোভ দেখা যাচ্ছে। তিনি অচিরেই গড়বিলের ভূত থেকে সাধারণ মানুষকে নিস্তার দেওয়ার এবং দ্রুত প্রি-পেইড মিটার স্থাপনের কাজ শেষ করার আহ্বান জানান।
সুজন অভিযোগ করেন, প্রি-পেইড মিটারের কার্ডের দুস্প্রাপ্যতা নগরবাসীকে আরও ভোগান্তিতে ফেলেছে। একটি কার্ড সংগ্রহ করতে গেলে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং প্রি-পেইড মিটারের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ বিভাগের টেকনিশিয়ান ছাড়া সমাধান করা যায় না ফলে অনেক সময় দুই-এক দিন বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হয়। সেজন্য তিনি প্রি-পেইড মিটারের কার্ডের দুস্প্রাপ্যতা কমিয়ে এনে মিটারের যান্ত্রিক ত্রুটি লাঘবে বিশেষ দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান। প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন আন্তরিকতার সঙ্গে নেতৃবৃন্দের বক্তব্য শুনেন এবং উত্থাপিত বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, আমি যখন দায়িত্ব গ্রহন করি তখন চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা ছিল ৪০০ থেকে ৫০০ মেগাওয়াট বর্তমানে সেই চাহিদা ১২০০ মেগাওয়াট পর্যন্ত বেড়েছে। তারপরও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি বিদ্যুতের উৎপাদন বাড়াতে। চট্টগ্রামে আমাদের সঞ্চালন লাইনের কাজ চলছে। আশা করি পুরোপুরিভাবে এলএনজি চালু হওয়ার পর বিদ্যুতের লোডশেডিং কিংবা লো-ভোল্টেজ আর থাকবেই না। গ্রীষ্মের শুরুতে লোড বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু ত্রুটির ব্যাপারে আমি নিজেও অবগত এবং এ ত্রুটিগুলো সহসাই জিরো লেভেলে নিয়ে আসার জন্য ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান প্রকৌশলী মো. ইমাম হোসেন, মো. ইলিয়াছ, নাগরিক উদ্যোগের সদস্যসচিব হোসেন কোম্পানি, শামসুল হক, এছাক চৌধুরী, সচেতন নাগরিক সমাজের সদস্যসচিব হাবিব শরীফ, ছালেহ আহমদ জঙ্গী, মোরশেদ আলম, অধ্যক্ষ কামরুল হোসেন, শের খান, হাফেজ মো. ওকার উদ্দিন, মো. শাহজাহান, মো. মোরশেদ, সমীর মহাজন লিটন, স্বরূপ দত্ত রাজু, হাসান মুরাদ, ফেরদৌস মাহমুদ আলমগীর, নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু, মো. মাহফুজ, মো. শাহজাহান, হাসান মুরাদ, সালাউদ্দিন মামুন, সোহাগ চাকমা, মো. সাদ্দাম প্রমুখ।

:.:.

You must be Logged in to post comment.

গাংনীা রামনগর গ্রামে রাস্তায় বেড়া দেয়ায় অসহায় পরিবার গৃহবন্ধী     |     ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন      |     ঝিকরগাছা বিএম হাইস্কুলে বন্ধের সময়ও চলেছে রমরমা কোচিং বাণিজ্য     |     ঝিকরগাছার ইভটিজিংয়ের শিকার অনি রায়ের পরিবারের পাশে গিলবার্ট নির্মল বিশ্বাস     |     ফুলবাড়ী‌তে ইসলামী ব্যাংকিং শীর্ষক আ‌লোচনা ও ইফতার মাহ‌ফিল     |     সুন্দরগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাকে হেনস্থা     |     গাংনীতে বিভিন্ন ইউনিয়নে ‘বীর নিবাস’ পরিদর্শন করলেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু     |     বৈকালিন স্বাস্থ্য সেবার প্রথম দিনে ফুলবাড়ীতে সেবা নিল একজন রোগী।     |     মুজিবনগরে ছেলের শোকে মায়ের আত্মহত্যা     |     বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী     |