চট্টগ্রামে কোটি টাকার ইয়াবা উদ্ধার


বিশ্বজিৎ পাল, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরী থেকে কোটি টাকার উপরে ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭ এর সদস্যরা। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় র্যাবের স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম কর্ণফুলী থানাধীন মইজ্জারটেকে এক অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করা হয়। এ সময় রাজশাহীর মতিহার এলাকার কাটাখালী রূপসী ডাঙ্গার হরিয়ান চিনিকল এলাকার আজগর আলী ছেলে মো. আসদার আলী (৫০) কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে মইজ্জারটেক আখতারুজ্জামান চৌধুরী চত্বরের মায়মুনা শফি টাওয়ারের সামনে বিশেষ চেকপোস্ট বসায় র্যাব। একপর্যায়ে মো. আসদার আলীর গতিবিধিতে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এ সময় তার শরীর ও ব্যাগে ২১ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। এরপর তাকে গ্রেফতার করা হয়। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)মিমতানুর রহমান জানান, আসদার আলী ইয়াবাগুলো কক্সবাজারের টেকনাফ থেকে নিয়ে আসছেন রাজশাহী এলাকায় সরবরাহ করার জন্য। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ০৭ লাখ ৫০ হাজার টাকা। তিনি বলেন, গ্রেফতার আসামি ও উদ্ধার করা ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (সংশোধনী/২০০৪) এর ১৯(১) টেবিলের ৯(খ) ধারা অনুযায়ী কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।