চট্টগ্রামে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম : চট্টগ্রামসহ সারা দেশের মানুষকে পাহাড়ধস সম্পর্কে সচেতন হতে হবে


চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামসহ সারা দেশের মানুষকে পাহাড়ধস সম্পর্কে সচেতন হওয়ার কথা জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। গতকাল রোববার সকালে পাহাড়ধস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আগাম সতর্কতামূলক কার্যক্রম সম্পর্কিত কর্মশালায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, যত বড় প্রভাবশালী নেতা হোক, কোনো দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে তাদের সরিয়ে নিতে হবে। জেলা প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
মন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বসতি উচ্ছেদে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাহাড়ধসে মানুষের যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়, সেই লক্ষ্যে সরকার নানা উদ্যোগ নিয়েছে। চট্টগ্রামসহ সারা দেশের মানুষকে পাহাড়ধস সম্পর্কে সচেতন হতে হবে। মানুষের জানমালের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে। যেকোনো দুর্যোগ থেকে বাঁচতে প্রয়োজনে ১০৯০ নম্বরে ফোন দিয়ে আবহাওয়া সম্পর্কিত তথ্য জেনে প্রতিদিন ঘর থেকে বের হওয়ারও পরামর্শ দেন ত্রাণমন্ত্রী মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া।
সার্কিট হাউজে পাহাড়ধস সম্পর্কে সচেতনতা বাড়াতে ও আগাম সতর্কতামূলক কার্যক্রম সম্পর্কিত উক্ত কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল বলেছেন, আগামী ১৫ মে’র মধ্যে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে লোকজনকে সরিয়ে নিতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে থাকা যাবে না। এতে প্রধান
অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। পাহাড়ধসে আমরা আর একটিও মৃত্যু দেখতে চাই না উল্লেখ করে ত্রাণ সচিব মো. শাহ কামাল বলেন, নগরসহ চট্টগ্রামে যে সব ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে, সেখানে থেকে দ্রুত সময়ের মধ্যে বসতি উচ্ছেদ করতে হবে। সরতে না চাইলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে হবে। সেখানে বিদ্যুৎ, পানি, গ্যাস লাইন কেটে দিতে হবে। এক্ষেত্রে চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ওয়াসা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন, পুলিশ, ফায়ার সার্ভিস সবাইকে একযোগে কাজ করতে হবে। পাহাড়ে বসবাসরতদের মধ্যে কেউ যদি গৃহহীন হয়, তাহলে তাদের পুনর্বাসন করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। এক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে প্রযোজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব।
তিনি আরও বলেন, অতীত অভিজ্ঞতার আলোকে বলা চলে চট্টগ্রামসহ সারাদেশে সাধারণত জুন, জুলাই মাসে পাহাড়ধস হয়ে থাকে। এতে চট্টগ্রামে অনেক প্রাণহানির ঘটনাও ঘটেছে। তাই আগে ভাগেই সচেতনতা বাড়াতে এবং পাহাড় থেকে বসতি উচ্ছেদে আমরা উদ্যোগ নিয়েছি। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল প্রশাসনকে একযোগে প্রয়োজনীয় উদ্যোগ হাতে নিতে হবে।
জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে কর্মশালায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদুল হাসান, জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, রাউজানের উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দর চৌধুরী বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে পাহাড়ধস সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং আগাম সতর্কতামূলক কার্যক্রম সম্পর্কিত কর্মশালা উপলক্ষে র্যালি বের করেছে জেলা প্রশাসন।বেলা পৌনে ১২টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জ্ল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম র্যালির উদ্বোধন করেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। নগরের সার্কিট হাউস থেকে র্যালিটি কাজীর দেউড়ি মোড় হয়ে কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিতে ‘প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে দরকার আগাম সতর্কতা’, ‘পাহাড়ের ঢালে বসত না গড়ি, জীবন রক্ষায় সচেতন থাকি’, ‘পাহাড়কাটা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ’, ‘পাহাড়ের ঢালে করবো না বাস, মৃত্যুঝুঁকি হবে হ্রাস’ পাহাড়ধস সম্পর্কিত এসব ফেস্টুন প্রদর্শিত হয়।