চট্টগ্রামে দুই শিবির ক্যাডার গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম দুই শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য, জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলামের দেহরক্ষী রয়েছে। অন্যজন হল শিবির ক্যাডার মো. মাসুমকে (৩০)। গত রোববার রাতে সাতকানিয়ার ওসি মো. রফিকুল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদিকে মাসুমের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট, বিস্ফোরক দ্রব্য, নাশকতা, অগ্নিসংযোগ, এলাকায় ত্রাস সৃষ্টি করাসহ ডজনখানেক মামলা রয়েছে জানিয়ে পুলিশ বলেন, এ দুধর্ষ জামায়াত-শিবির ক্যাডার ২০১৩ ও ২০১৪ সালে জামায়াত-শিবিরের দেশব্যাপী তাণ্ডবকালে সাতকানিয়ায় অঘোষিত সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গ্রেফতারকালে তার বিরুদ্ধে থানায় ১০টি পরোয়ানা মুলতবি ছিল। ওসি জানান, গোপন খবরের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়ামিন সুমন, এএসআই মো. মিজানুর রহমান, এএসআই মো. মোবারক হোসেন, এএসআই মো. জিহাদ আলী, এএসআই মো. আরিফুল ইসলাম ভূঁঞাসহ আমরা সাতকানিয়া থানাধীন হাশমতের দোকান এলাকায় অভিযান চালাই। এ সময় সাতকানিয়ার ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের হাজারীখীল এলাকার খুইল্যা মিয়া প্রকাশ টুনু মিয়ার ছেলে মো. মাসুমকে (৩০) গ্রেফতারে সক্ষম হই।