চট্টগ্রামে দেশীয় অস্ত্র উদ্ধার : ৫ সন্ত্রাসী গ্রেফতার


বিশ্বজিৎ পাল, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ । গতকাল সোমবার নগরীর বায়েজিদ থানার নাসিরাবাদ দারোগাবাড়ির রান্নাঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকুত অস্ত্রের মধ্যে ১টি বার্মিজ বন্দুক, ৩টি দেশে তৈরি বন্দুক, ৯ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি, ২টি ছোরা, ২টি রামদা, ১টি লোহার পাইপ রয়েছে। এছাড়া ৪টি মোবাইল সেট ও ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেফতার হওয়া পাঁচ সন্ত্রাসী হল রাজন (৩১), ইকবাল (২৩), মিজান (২৫), পারভেজ (৩১) ও মোরশেদ আলী (২৬)।
বায়েজিদ থানার উপ-পরিদর্শক গোলাম মোহাম্মদ নাসিম বলেন, ম্যাকসন ও সরওয়ারের অনুসারী হিসেবে পরিচিত সন্ত্রাসী দলটি দারোগাবাড়ির লেয়াকত আলীর ঘরে অবস্থান করছে এমন গোপন খবরের ভিত্তিতে সোমবার ভোররাত থেকে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় পাঁচজন সশস্ত্র সন্ত্রাসীকে আমরা গ্রেফতারে সক্ষম হই। তারা পুলিশকে জানিয়েছে, এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে তারা।