চট্টগ্রামে পাহাড়ের চূড়ায় গুরুকূল আশ্রমের শ্রীকৃষ্ণের দোল যাত্রা উৎসব, ভক্তবৃন্দের ঢল


চট্টগ্রাম ব্যুরো: শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি শ্রদ্ধা ও কীর্তনের মধ্য দিয়ে উদযাপিত হলো শ্রী শ্রী পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের দোল যাত্রা উৎসব। গত বৃহস্পতিবার রাত পর্যন্ত মহানগরীর আকবরশাহস্থ পাহাড়ের চূড়ায় অবস্থিত পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের উক্ত দোল যাত্রা উৎসবে প্রচুর ভক্ত নারী পুরুষ যোগদান করেন। এদিনের অনুষ্ঠানে পুরোহিতের দায়িত্ব পালন করেন অত্র মন্দিরের পূজারী দীপক ভট্টচার্য্য। দোল যাত্রা অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্বে ছিলেন আশ্রমের সেবায়েত শ্রী শ্রীমৎ স্বামী শংকরানন্দ তীর্থ। পুরোহিত দোলযাত্রা পুজা ও মন্ত্র পাঠের ফাঁকে ফাঁকে চলে সমবেত কণ্ঠে কীর্তন। পূজা শেষে পুরোহিত বিশ্বের সকল প্রানীর সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের পঞ্চ-বার্ষিকী কার্য পরিচালনা পরিষদের সভাপতি অনঙ্গ চক্রবর্তী, সাধারণ সম্পাদক কিশোর কুমার পাল,অর্থ সম্পাদক ডা. কল্লোল চৌধুরী, কর্মকর্তা শ্যামল মাহাজন লিটন, অমিত মল্লিক আশীষ, শান্ত দাশ, চঞ্চল দাশ, রুবেল মল্লিক, অশোক ভট্টচার্য্য, সুধাংশু বিমল দাশ, পিন্টুকড়ি মনা, নয়ন আশ্চার্য্য, নয়ন দাশ প্রমূখ। রাত সাড়ে ১০ টায় পূজার সমাপ্তি হয়। গতকাল শুক্রবার প্রতি সাপ্তাহের ন্যায় মন্দির প্রাঙ্গনে নাম সংকীর্ত্তন, গীতাপাঠসহ উপস্থিত ভক্তবৃন্দের মাঝে দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়।