চট্টগ্রামে পাহাড়ে অবৈধ বসতি উচ্ছেদ অভিযান শুরু


চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার সকাল ১০টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেনের নেতৃত্বে মতিঝর্ণায় ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসতি উচ্ছেদে অভিযান শুরু হয়। তবে গতকাল প্রথম দিনে বাধা দিয়েছে স্থানীয় লোকজন। অভিযানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিনিধি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রতিনিধি এবং নগর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
নির্দেশনার পরেও পাহাড়ের খাদে বসবাসরতরা সরে না যাওয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজে মতিঝর্ণা এলাকায় গিয়ে উচ্ছেদ অভিযানের নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে পাহাড়ের খাদে বসবাসরতদের কাঁচা বসতবাড়ির স্থাপনা ভাঙতে শুরু করে। তখনই স্থানীয় নারীরা বিক্ষোভ শুরু করে। পরে স্থানীয়দের বিক্ষোভের মুখে পুরোপুরি উচ্ছেদ অভিযান শেষ না করেই পুলিশী পাহারায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের চলে যেতে দেখা গেছে।
গতকাল বুধবার অভিযানের শুরুতেই নগরীর লালখানবাজার ওয়ার্ডের মতিঝর্ণা এলাকার পাহাড়ের খাদে ঝুঁকিপূর্ণভাবে থাকা বেশ কয়েকটি ঘরের স্থাপনা ভেঙে দেয়া হয়। এসময় বেশ কয়েকটি ঘরের বিদ্যুৎ সংযোগও বিছিন্ন করা হয়। উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ার কিছুক্ষণ পরেই স্থানীয়লোকজন বিক্ষোভ শুরু করে। বিক্ষোভে নারীদের সামনে দেখা গেছে। উচ্ছেদে দায়িত্বরত পুলিশের নারী কনস্টেবলদের সাথে তারা বাকবিতণ্ডা করতে থাকে। এসময় পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয়।
জানতে চাইলে চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রহমান সানি বলেন, প্রশাসনের নির্দেশনায় মতিঝর্ণার ঝুঁকিপূর্ণ পাহাড়ের খাদে বসবাসকারীদের সরে যেতে ইতিমধ্যে বেশ কয়েকবার মাইকিং করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে বসবাসরতদের গত ১০ এপ্রিল এর মধ্যে নিরাপদ স্থানে সরে যেতে সময় বেঁধে দেয়া হয়েছিল। নির্দেশনার পরেও তারা সরেনি। তাদের উচ্ছেদে অভিযান চলছে।
স্থানীয়রা বলেন, আমরা তো এখানে ৫ বছরেরও বেশি সময় ধরে থাকি। বর্ষা আসলে আমরা সতর্ক থাকি। কোন সমস্যা নেই আমোদের। প্রতিবছর বর্ষা মৌসুম আসার আগে ম্যাজিস্ট্রেট এসে আমাদের উচ্ছেদ করতে চায়। আমরা এসব মানবো না।একইভাবে ফাহমিদা নামে আরেক স্থানীয় নারী জানান, আমরা বাসা ভাড়ার পাশাপাশি, গ্যাস বিল ও বিদ্যুৎ বিল দিয়ে এখানে থাকি। অবৈধভাবে তো থাকি না। আমাদেরকে কেন অবৈধ বলে উচ্ছেদ করছে। আমাদের ঘরের ছাউনি ভেঙে দিচ্ছে। আমরা গরিব মানুষ। দিনে এনে দিনে খাই, আমরা এখন কোথায় থাকবো?
এ বিষয়ে সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর বলেন, মতিঝর্ণার পাহাড় ও পাহাড়ের খাদে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীরা নির্দেশনার পরেও সরে না যাওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পাহাড়ের খাদে অবৈধভাবে বসবাসরতদের সরাতে এই উচ্ছেদ অভিযান। অভিযানে পাহাড়ের খাদে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত ১০/১২টি বাড়ির স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। প্রায় ১৫টি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।